ঈদের আগে আন্দোলনে নামার ঘোষণা বিএনপি’র

0
474

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঈদুল আজহার আগে জুলাই মাসে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ঢাকা ও ঢাকার বাইরে জেলা ও মহানগর পর্যায়ে কর্মসূচি দেয়ার পরিকল্পনা করেছে জোটটি।

গত সোমবার (২৪ জুন) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে আন্দোলনের এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। বৈঠকে বিএনপিসহ জোটের প্রায় সব শরীক যোগ দিলেও জামায়াতে ইসলামীর কেউ উপস্থিত ছিলেন না। বৈঠকে বাজেটের নেতিবাচক দিক নিয়ে আলোচনা করেন নেতারা। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত ৯টার দিকে।

প্রসঙ্গত, আগস্ট মাসের মাঝামাঝিতে দেশে ঈদুল আজহা পালিত হবে।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here