২০ হাজারি ক্লাবে বিরাট কোহলি

0
504

আন্তর্জাতিক ক্রিকেটের একের পর এক রেকর্ড গড়ে নিজেকে শেষ পর্যন্ত কোন উচ্চতায় নিয়ে যাবেন সেটা কেউ বলতে ও অনুমান করতে পারছেন না।

তার আগে বিরাট কোহলি নিজের জাত চেনাচ্ছেন ব্যাটে-বলে।ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে যুক্ত করেছেন আরেকটি মাইলফলক। ১২তম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করেছেন ২০ হাজার রান।এই ১২ জন খেলোয়াড়ের মধ্যে বিরাট কোহলিরই আছে ৫৬.৫০ গড়ে রান। যা আর কারও নেই।

এরই মধ্যে কোহলিকে তুলনা করা হচ্ছে সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের সঙ্গে। তিন ফরম্যাটে শচীন টেন্ডুলকার মোট রান করেছেন ৩৪ হাজার ৩৫৭। যা করতে শচীনকে মোট ৬৬৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয়েছিল।৩০ বছর বয়সী বিরাট কোহলি এখন পর্যন্ত টেস্টে ৫৩.৭৬ গড়ে করেছেন ৬ হাজার ৬১৩ রান করেছেন।

ওয়ানডেতে ৫২.৮১ গড়ে ১১ হাজার ১২৪ রান এবং টি-টোয়েন্টিতে ৫০.২৮ গড়ে তিনি ২ হাজার ২৬৩ রান।আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট একমাত্র খেলোয়াড় যার তিন ফরম্যাটেই গড় রান ৫০ ঊর্ধ্ব।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here