Daily Jurain | দৈনিক জুরাইন

সৌদি আরবে ৩ মাস শ্রমিকদের রোদে কাজ না করার নির্দেশ

সৌদি আরবে দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ১৫ জুন ২০১৯ থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত তিন মাস প্রতিদিন দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উন্মুক্ত সূর্যালোকে কর্মীদের কাজ করা নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ-রূপ আদেশ জারি করেছে।

শ্রমিকদের মানবিক বিষয় বিবেচনায় এনে তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত প্রতিরক্ষায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আদেশ বাস্তবায়নে কোনো প্রকার ব্যত্যয় ঘটলে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এর কাস্টমার কেয়ার নম্বর ১৯৯১১ এ রিপোর্ট করতে বলা হয়েছে।

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।