মুসলিমরা চলে যাওয়ার পর হিন্দুরাই পেনড্রাইভে আজান বাজান বিহারের এই মসজিদে!

0
643

বিহারে দিনে দিনেই তলানির দিকে ঠেকছে মুসলিমদের সংখ্যা। একটা সময়ে এমন আসে যে, মসজিদের খেয়াল রাখার মতোই মানুষ খুঁজে পাওয়া ভার। আর তারপরেই হিন্দুরা হাতে হাত রেখে এই মসজিদ দেখভালের দায়িত্ব নিয়ে নেন নিজেদের হাতে। দেওয়াল রং করা থেকে শুরু করে রোজ মসজিদ চত্বর পরিষ্কার করে এক্কেবারে নিজেদের বাড়ির মতোই খেয়াল রাখেন এই মারি গ্রামের হিন্দুরা।

পালা করে মসজিদ চালান এক বৃন্তের দুই কুসুম। দিনে মুসলিমদের সময় শেষ হয়ে গেলে, পালা আসে হিন্দুদের। সেই হিন্দুরাই সযত্নে, আজান দিয়েই দেখভাল করেন মসজিদের। বিহারের নালন্দার ছোট্ট একটা গ্রাম মারির এমনতর সম্প্রীতির ঘটনায় হতবাক ভারতবাসী।

সংবাদমাধ্যম এ.এন.আই সূত্রের খবর, এই গ্রামে দিনে দিনেই তলানির দিকে ঠেকছে মুসলিমদের সংখ্যা। একটা সময়ে এমন আসে যে, মসজিদের খেয়াল রাখার মতোই মানুষ খুঁজে পাওয়া ভার। আর তারপরেই হিন্দুরা হাতে হাত রেখে এই মসজিদ দেখভালের দায়িত্ব নিয়ে নেন নিজেদের হাতে।

দেওয়াল রং করা থেকে শুরু করে রোজ মসজিদ চত্বর পরিষ্কার করে এক্কেবারে নিজেদের বাড়ির মতোই খেয়াল রাখেন এই মারি গ্রামের হিন্দুরা। তবে তার থেকেও চমকপ্রদ বিষয়টি হল নিজেদের বাড়ি থেকে পেন ড্রাইভ এনে, তাতে আজান চালান হিন্দুরা। কিছু দিন আগেই লুধিয়ানাতেও এমন এক ঘটনা সামনে এসেছিল। যেখানে এক মসজিদের দেখভালের সমস্ত দায়িত্বই হিন্দুদের হাতে।

দেশভাগের সময়েই লুধিয়ানার হেডন বেটের মুসলিমরা দেশ ছেড়ে চলে যায়। কিন্তু দেশে থেকে যায় ওই মসজিদটি। হিন্দুরাই দায়িত্ব নিয়ে সেই মসজিদের দেখভাল করতেন।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here