
সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম মজিদপাড়া গ্রামের জমি-জমা বিষয়ে মারমারির ঘটনায় সাজাপ্রাপ্ত মামলার দুই আসামি আপন দুই ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, প্রতিবেশি মৃত নালু মন্ডলের সাথে মামলার বাদিনী কহিনুরের সাথে জমি দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় কহিনুর বেগম ২০০৮ সালে মৃত নালু মন্ডলের সাথে লাল মিয়া হোসেন বাহাদুর ও তার ছোট ভাই মকবুল হোসেনসহ ৫ জনকে আসামি করে ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭৩৫৪ দবি ধারায় কহিনুর বেগম বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২০/০৮ তাংঃ ০৬-০৫-২০০৮। দায়েরকৃত মামলায় আসামিরা জামিনে মুক্তি পেয়ে দুই ভাই আর কোনদিনও কোর্টে যায়নি বলে পুলিশ জানায়। তাদের অনুপস্থিতে বিজ্ঞ বিচারক লাল মিয়া হোসেন বাহাদুরের দুই বছর সাজা ও মকবুল হোসেনের সাত মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। যাহার জিআর নং-১৬৫/০৮,আর ৩৯/১৯ গাইবান্ধা। সাজাপ্রাপ্ত দুই ভাই বিভিন্ন স্থানে পালাতক থাকায় মাঝে মাঝে বাড়িতে আসতো গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ এস.এম আব্দুস সোবহানের নির্দেশে গত শুক্রবার থানার এসআই মোজাম্মেল হক, এএসআই আব্দুল বারী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি দুই ভাইকে তাদের নিজ বাড়ি গ্রেফতার করেন।
















