
মাদারীপুরের কালকিনিতে ওয়াজ নছিহত করবেন আল্লামা ডা. মিজানুর রহমান আযহারী। উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে
আগামি ২৫ ডিসেম্বর, রোজ বুধবার সকাল ১০ টায় প্রিয় বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসীরে কোরআন ও বিশিষ্ট গবেষক জনাব ডা. মিজানুর রহমান আযহারী সাহেব তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল অংশগ্রহণ করবেন।
ধর্মপ্রাণ সকল মুসলিম ভাইদের মধ্য এ তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
ইতিমধ্যে উক্ত ওয়াজ মাহফিল উপলক্ষে সাহেবরামপুর ইউনিয়নসহ আন্ডারচর, কয়ারিয়া, রামারপুলের জনগণের মাঝে উদ্দীপনা লক্ষ করা গেছে।
আয়োজক কমিটির মাধ্যমে জানা গেছে যে, মহিলাদের জন্য আলাদা ওয়াজ শোনার ব্যবস্থা থাকায় এই মাহফিলে মহিলাদের উপস্থিতিও আশানুরূপ হবে।
















