‘ভারত না পারলে ২০২৩ বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ’

0
515

সাকিব যেভাবে পারফর্ম করেছেন তাতে এবারের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের মুকুট উঠবে সাকিবের মাথায়। এমনটাই বিশ্বাস বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের।অন্যদিকে, আর্থিক লেনদেন নিয়ে হুমকির মুখে থাকা ভারত যদি শেষ পর্যন্ত ২০২৩ বিশ্বকাপ আয়োজন করতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশ ওই সুযোগ লুফে নেবে বলেও জানান তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-কে হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। রাজস্ব পাওনা অর্থ পরিশোধ না করলে ২০২৩ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেয়া হবে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন জটিলতা কারণে অনেক টুর্নামেন্ট আয়োজনের দৃষ্টান্ত দেখিয়েছে। আইসিসি-র এফটিপি অনুযায়ী ২০২৩ পর্যন্ত বাংলাদেশে নেই আইসিসি-র কোনো মেগা ইভেন্ট।

তাই শেষ পর্যন্ত যদি ভারত আইসিসি বিশ্বকাপ আয়োজন করতে ব্যর্থ হয়, তবে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত আছে বাংলাদেশ, জানালেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

তিনি বলেন, বিগত দিনের অভিজ্ঞতা আছে, অনেকেই এশিয়া কাপ নিতে চায়নি, আমরা কিন্তু একা হোস্ট করেছি। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেয়ার করেছি। আমরা যেকোনো কিছু করতে পারি সেটা কিন্তু প্রমাণিত। আমরা সবসময় প্রস্তুত।

মাঠের বাইরের ক্রিকেটের মতোই মাঠের ক্রিকেটেও তীক্ষ্ণ নজর রেখেছেন সাবেক এই অধিনায়ক। বিশ্বের অন্যসব ক্রিকেটারের মতো দুর্জয়ও সাকিবে দারুণ মুগ্ধ। তার মতে, বিশ্ব মঞ্চে সাকিব বোলিং ও ব্যাটিংয়ে যে গতিতে এগিয়ে চলছে তাতে করে এবারের বিশ্বকাপে বিরাট কোহলি, জো রুট, ওর্য়ানার, উইলিয়ামসদের ডিঙিয়ে টুর্নামেন্টের সেরা হবেন তিনি।

দুর্জয় বলেন, সাকিব যে স্ট্যান্ডার্টের প্লেয়ার সেটা মেইনটেন করছে। এই টুর্নামেন্টের সে অন্যতম একজন সেরা পারফর্মার।

বিশ্বকাপের স্বপ্নযাত্রায় নোঙর ভেড়াতে হলে ইংল্যান্ড, ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে, কিন্তু দুর্জয়ের মতে দলের পারফর্মেন্স দারুণ ইতিবাচক। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে স্বপ্ন পূরণ সম্ভব হবে।

তিনি বলেন, সেমিফাইনালে বা ফাইনালে যেতে পারবে কি পারবে না সেটা অনেকটা ভাগ্যের উপরও নির্ভর করে। সবাই ভালো খেলছে, শুধু ফিল্ডিংটা আমরা হয়তো আরও একটু ভালো করতে পারি।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here