ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে জনগণকে অবহিত করতে বিএনপির দাবি

0
449

অকস্মিকভাবে ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সরকারের বৈঠকের বিষয়ে জনগণকে অবহিত করার দাবি জানিয়েছে বিএনপি। পররাষ্ট্রনীতি অনুযায়ী সবার সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়াটাই উত্তম বলেও মনে করে বিএনপি।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে তিনি এ দাবী জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান।  তিনি বলেন, কোন দেশের সঙ্গে কোন বিষয়ে বৈঠক হলো সে সম্পর্কে জনগণকে অবহিত করা সরকারের দায়িত্ব। আমরা আশা করবো, সরকার দেশের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে এবং জনগণকে সব বিষয় অবহিত রাখবে।

আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করার জন্য জিয়াউর রহমানকে নিয়ে বিকৃত বক্তব্য দিচ্ছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ওবায়দুল কাদের একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, তার বিষয়ে আমি কী মন্তব্য করবো বুঝতে পারছি না। তবে তার বক্তব্য মানুষের কাছে এখন হাসির খোরাক হিসেবে পরিচিতি লাভ করেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনেছেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে তার কমান্ডারকে হত্যা করে চট্টগ্রাম দখল করার মাধ্যমে প্রথম সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তিনি যদি ফুট নোট  হন তবে মূল কে? আর তখন ওবায়দুল কাদেরের অবস্থান কোথায় ছিল সেটাও হয়তো তার পরিষ্কার করা দরকার।

নজরুল ইসলাম খান বলেন, আমরা জানি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচার আদালতে হয়েছে। সেখানে জিয়াউর রহমানকে কেউ অভিযুক্ত করেনি এবং মামলার কোথাও তার নাম আসেনি। এখন সাজাপ্রাপ্ত আসামির ফাঁসির আগে জোর করে তার বক্তব্য নিয়ে তা অনৈতিকভাবে ভাইরালের মাধ্যমে অপপ্রচার চালানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শুধুমাত্র জাতিকে বিভক্ত করার জন্য এসব বক্তব্য দেয়া হচ্ছে।

বিএনপির এই নেতা আরো বলেন, জনগণের সমর্থন নেই দেখেই এই সরকার সুষ্ঠু ভোট দিতে ভয় পায়। তারা জনগণকে ভোট থেকে দূরে রেখেছে। বিরোধীদলের লাখ লাখ নেতাকর্মীকে হামলা-মামলায় জর্জরিত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে এবং তারেক রহমানকে অন্যায়ভাবে দেশের বাইরে থাকতে বাধ্য করছে।

 

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here