বাংলাদেশিদের ওপর থেকে সব রকমের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

0
614

বাংলাদেশিদের ওপর থেকে সব রকমের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। পাকিস্তান হাইকমিশনের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে ঢাকায় এ খবরপ্রকাশ হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে বসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকি। এর পরই এমন সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান। তাদের বিবৃতিতে দাবি করা হয়, দুই দেশই দ্বিপাক্ষিক যোগাযোগে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে। পাকিস্তান আশা করছে, বাংলাদেশও তাদের উদারতা দিয়ে পাকিস্তানিদের জন্য বাংলাদেশী  প্রাপ্যাতা সহজ করে  দেবে।

ওই বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকিকে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাই। সম্পর্ক ঘনিষ্ঠ করতে পাকিস্তানের সহায়তা প্রয়োজন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাংলাদেশের নাগরিকদের ওপর যে অমানবিক কাণ্ড ঘটিয়েছে, তার জন্য পাকিস্তানের উচিত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here