বর্তমানে ড্যানিয়েল ভেট্টোরিকে পাচ্ছে না টাইগাররা

0
438

আসন্ন হোম সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে পাচ্ছে না বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সাংবাদিকদের আকরাম খান বলেন, ‘করোনা পরিস্থিতি সবকিছু কঠিন করে তুলেছে। এই মুহূর্তে বাংলাদেশ দল তাঁর (ভেট্টোরি) সেবা থেকে বঞ্চিত হতে যাচ্ছে। তিনি নিজ দেশেই অবস্থান করছেন। আগামী ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরকালে তাঁকে পাওয়া যাবে।’

২য় সারির খেলোয়ার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে এলেও ভেট্টোরির অনুপস্থিতি টাইগারদের জন্য বড় ক্ষতি। ২০১৮ সনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলাকালে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। সেই সময় ১৫ উইকেট নেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পান ১০ উইকেট। আর বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান নয়টি ও নাঈম হাসান পান ছয় উইকেট।

দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের।

ভেট্টোরির সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত অক্টোবরে। কিন্তু করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় এ বছর মার্চ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here