বন্যায় আটকা পড়লো ট্রেনের ৭শ যাত্রী, হেলিকপ্টার করে উদ্ধার

0
479

ভারতের মুম্বাই শহরের কাছে বন্যার কারণে আটকা পড়ে ট্রেনের ৭০০ যাত্রী। যাদের উদ্ধার করা হয় ১৫ ঘন্টা পর। শুক্রবার রাতভর প্রবল বর্ষণে মুম্বাই ও এর আশপাশের এলাকায় বন্যা দেখা দেয়। রাতে ওয়াঙ্গানির কাছে মুম্বাই-কোলহাপুরের মধ্যে চলাচলকারী মহালক্ষী এক্সপ্রেস আটকা পড়ে। আশপাশের এলাকা পাতিতে তলিয়ে যাওয়ায় ট্রেন থেকে যাত্রীদের না নামার বিষয়ে সতর্ক করে কর্তৃপক্ষ।

সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আটকে পড়া যাত্রীদের সামরিক হেলিকপ্টার, দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)ও উদ্ধারকারী দল পাঠিয়ে শনিবার বিকেলে যাত্রীদের উদ্ধার করা হয়।

বৃষ্টি ও বন্যার কারণে যেসব যাত্রীরা বিপাকে পড়ছেন তাদের ভ্রমণের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ট্রেন পরিচালনাকারী কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন।

বন্যায় মুম্বাই শহরে ট্রেনের পাশাপাশি অন্যান্য যান চলাচলও বিঘ্নিত হয়েছে। ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here