প্রথম ধাপের করোনা পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ দলের সবাই নেগেটিভ

0
403

বাংলাদেশ সফরে প্রথম ধাপের করোনা পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ দলের সব সদস্য উত্তীর্ণ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার সাংবাদিকদের বার্থলে বলেন, ‘ক্যাম্পে থাকা সবাই ভালো ও সুস্থ আছেন। বাংলাদেশে পরীক্ষায় সবার নেগেটিভ এসেছে। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে করোনা পরীক্ষা করা হবে। এরপর দলের অনুশীলন শুরু হবে।’

সিরিজের মাঝামাঝি সময়, বেশ কয়েকবার কোভিড-১৯ পরীক্ষা হবে।  ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

এরপর ২৮ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, এনক্রুমা বোনের, জশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রিফার, কিওন হার্ডিং ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোজলি, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জোমেল ওয়ারিক্যান।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here