
চলতি বছরের জুন শেষে দেশে ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে ১৭ লাখ ৫৪ হাজার, যা যে কোনো মাসের তুলনায় অনেক বেশী। সে হিসেবে সব মিলিয়ে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে নয় কোটি ৬১ লাখ ৯৯ হাজার।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সেখানে দেখা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ৪৮ লাখ ৫১ হাজার কার্যকর ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে।
তবে ২০১৮ সালের প্রথম ছয় মাসে কার্যকর ইন্টারনেট বৃদ্ধি পেয়েছিল ৭৩ লাখ সাত হাজার। সেই তুলনায় চলতি বছরে এই সংযোগ বৃদ্ধির হার কমেছে ৩৩ দশমিক ৬১ শতাংশ। আর ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে এই সংযোগ বেড়েছিল ৬৭ লাখ ২৪ হাজার।
প্রতিবেদন অনুযায়ী, দেশে কার্যকর মোট ইন্টারনেট সংযোগের মধ্যে ৯৩ দশমিক ৯৮ শতাংশ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন। আর ৫ দশমিক ৯৬ শতাংশ ব্রডব্যান্ড সংযোগ এবং ওয়াইম্যাক্সের সংযোগ এখনো দশমিক শূন্য তিন শতাংশ দেখাচ্ছে।
অন্য দিকে জুনে কার্যকর মোবাইল সংযোগ ৯ লাখ ৪৩ হাজার বৃদ্ধি পেয়ে ১৬ কোটি ১৭ লাখ ৭২ হাজারে দাঁড়িয়েছে।
এর মধ্যে গ্রামীণফোনের সংযোগ বৃদ্ধি পেয়েছে ৫ লাখ ৪৯ হাজার। জুন শেষে গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগ রয়েছে ৭ লাখ ৫৩ হাজারে। আর বাকি তিন অপারেটরেরও কিছু কিছু করে সংযোগ পেয়েছে।
এর মধ্যে রবির চার কোটি ৭৯ লাখ ৩৯ হাজার, বাংলালিংকের তিন কোটি ৪৬ লাখ ৬৭ হাজার এবং টেলিটকের ৩৮ লাখ ৩৬ লাখ কার্যকর সংযোগ আছে।
















