ঢাকায় মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫১

0
651

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন আজ দৈনিক জুরাইনকে এ খবর জানিয়েছেন।

ওয়ালিদ হোসেন বলেন, ‘ডিএমপির বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা মাদক বিক্রয় ও সেবনের সঙ্গে যুক্ত।’

ডিসি আরো বলেন, ‘অভিযানকালে ৫১ জনের কাছ থেকে এক হাজার ৭৯৬ পিস ইয়াবা, ৩৪ গ্রাম হেরোইন, ৪০ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে ৩৪টি মামলা করেছে বলেও জানিয়েছেন ওয়ালিদ হোসেন।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here