
রাজধানী ঢাকার জুরাইন বাজারে নিরবে লাখ লাখ টাকা চাঁদাবাজি করে যাচ্ছে একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র। প্রশাসনের নাকের ডগায় চাঁদাবাজি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। এলাকার প্রভাবশালীদের ইশারায় একদল চাঁদাবাজ প্রতিদিন বাজারের প্রতিটি দোকান থেকে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত এবং রেললাইনের পাশের দোকান থেকে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে।
ব্যবসায়ীরা চাঁদার বিষয়ে প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন হুমকিসহ নানা ধরনের নির্যাতন সহ্য করতে হয় । যারা সর্কারি দলের কেউ না, সেসব লোক ও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নাম ব্যবহার করে কামিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, জুরাইন এলাকার চিহ্নিত চাঁদাবাজরা এ টাকা আদায় করে। তারা ভয়ের কারণে চাঁদাবাজদের নাম বলতে সাহস পায় না। এলাকার সম্মানিত সংসদ সদস্য জনাব আবু হোসেন বাবলা ও শ্যামপুর থানার ওসি প্রতি চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান করেছেন নিরীহ ব্যবসায়ীরা।















