জুরাইন, দোলা্ইপার পোস্তগোলা সড়ক যেন এক বিপর্যস্থ এলাকা

0
1468

ঢাকার জুরাইন, দোলাইপার ও পোস্তগোলা এলাকায় মূল রাস্তা থেকে চিপাগলি – কোথাও চলার উপযুক্ত জায়গা নাই। যাত্রাবাড়ী থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত নির্মানাধীন ফ্লাইওভারের কারণে সড়কটি যাত্রীদের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। আর গলিপথগুলোতে জলাবদ্ধতা লেগেই আছে।

যাত্রাবাড়ী থেকে পোস্তগোলা ব্রিজ যেতে পাঁচ মিনিট লাগার কথা। কিন্তু এখন কমপক্ষে ১ ঘন্টা লাগছে। গাড়ির চাপ বেশি থাকলে ২ থেকে আড়াই ঘন্টাও লেগে যায়।

এ সড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে চলছে ফ্লাইওভার তৈরির কাজ। স্বাভাবিক গতিতে কাজ চললেও এর কারণে বেহাল হওয়া সড়কই মূলত যানজটের জন্য দায়ী।

জুরাইনের মূল সড়কের চেয়ে কোনো অংশে কম নয় অলিগলির অবস্থা। হাজি খোরশেদ আলী সড়ক থেকে ২৪ ফুট পর্যন্ত পুরোটা রাস্তা গত বেশ কয়েক বছর ধরে এক দুর্ভোগের নাম।

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে নানা পদক্ষেপ নিয়েও কোনো সুফল না পেয়ে আশা ছেড়ে দিয়েছেন এলাকাবাসী। তবে স্থানীয় জনপ্রতিনিধির দাবি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

এলাকাবাসী চান, প্রতিশ্রুতি দেয়ার বদলে জনপ্রতিনিধিরা দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here