জুরাইন কবরস্থানের দুরবস্থা

0
1438

ঢাকার জুরাইন কবরস্থানটি নানা সমস্যায় জর্জরিত। কবরস্থানের প্রবেশপথটি সব সময় ময়লা-আবর্জনায় ভরা থাকে। দুর্গন্ধের কারণে ওই পথ দিয়ে যাতায়াত করা দুষ্কর। পাশাপাশি এই কবরস্থানে অহেতুক বহিরাগতদের প্রবেশ, নেশাগ্রস্ত লোকজনের চলাফেরা, কবর দেখাশোনা করার নামে প্রতারকদের দৌরাত্ম্য আরেকটি বড় সংকট। তবে এটাও ঠিক যে, কবরস্থানে পাহারাদার বা নিরাপত্তাকর্মীর সংকট আছে। কবরস্থানের ভেতরের মসজিদটি পরিসরে একেবারেই ছোট এবং সেখানে অজু করার ভালো বা পরিষ্কার জায়গার অভাবে কবর জিয়ারত করতে আসা মানুষজন সমস্যার মধ্যে পড়েন। কবরগুলো রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগ আছে। যে যত বেশি টাকা বা বকশিস দেয়, তাদের আত্মীয়-স্বজনদের কবরগুলো সুন্দর ও পরিচ্ছন্ন রাখা হয়, বাকিদেরটা অবহেলার শিকার হয়।

 

কবরস্থান রক্ষণাবেক্ষণে সিটি করপোরেশনের স্থায়ী লোকবল দরকার। পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলেও ডিজিটাল লাইটগুলো প্রায়ই নষ্ট থাকে। এ ছাড়া কবরস্থানের পাশের ড্রেনগুলোর অবস্থাও খুবই শোচনীয়। কবরস্থানটির জায়গা আরো বড় করা এবং কবরস্থানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলগাছ লাগানো দরকার।

এমতাবস্থায় এসব সমস্যাগুলোকে গুরুত্বের সঙ্গে নিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী জুরাইন কবরস্থানের আধুনিকীকরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে এমনটাই এলাকাবাসীর দাবি।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here