ইউরেনিয়াম-সমৃদ্ধ বোমা ব্যবহারের জন্য আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে ইরাক

0
417

ইরাকে ইউরেনিয়াম-সমৃদ্ধ বোমা ব্যবহার করার কারণে আমেরিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইরাক। গত দুই দশকের মধ্যে আমেরিকা কয়েক দফা ইরাকে এ ধরনের ইউরেনিয়াম-সমৃদ্ধ বোমা ফেলেছে।

গত মঙ্গলবার ইরাকের আল-মালুমাহ নিউজ ওয়েবসাইট এই আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে। ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, মার্কিন বাহিনীর ইউরেনিয়াম-সমৃদ্ধ বোমা ব্যবহার করার কারণে ইরাকের অভ্যন্তরে মারাত্মকভাবে প্রাণঘাতী তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়েছে।

ইরাকের জাতীয় সংসদের আইন বিষয়ক উপদেষ্টা হাতিব আল-রিকাবি গত ২৬ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমের আদালত এ  মামলা দায়ের করেছেন। ১৯৯০’র দিকে ইরাকের পরমাণু স্থাপনায় দুই দফা বোমা হামলা এবং ২০০০ সালের দিকে আরেকবার হামলার কারণে যে প্রতিক্রিয়া হয়েছে তাতে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়েছে মামলার আরজিতে।

হাতিব আল-রিকাবি জানান, আগ্রাসনে বোমা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল মার্কিন বাহিনী। এ বিষয়ে ইরাকের একটি আইন বিষয়ক কমিটি জাতিসংঘের মাধ্যমে এই ইস্যুতে একটি প্রস্তাব পাস করানোর চেষ্টা করছে যাতে ওয়াশিংটন বাগদাদকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here