আগামীকাল হাসপাতাল ছাড়ার সম্ভাবনা আছে সৌরভের

0
363

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী এখন সুস্থ আছেন। তবে তাঁর চিকিৎসার অগ্রগতি এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে আজ মঙ্গলবার বেঙ্গালুরু থেকে কলকাতায় গেছেন প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি এসে সৌরভকে দেখার পর পরবর্তী দুটি স্টেন্ট লাগানোর সিদ্ধান্ত নেবেন। তবে সেটা কিছুদিন পর।

এদিকে হাসপাতাল থেকে বলা হয়েছে, আগামীকাল বুধবার সৌরভকে ছেড়ে দেওয়া হতে পারে। এখন অনেকটাই সুস্থ সৌরভ। কালও পছন্দের খাবার খেয়েছেন।

গত শনিবার তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ ধরা পড়ার পর ওই দিনই তাঁর ডান দিকে ধমনিতে এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসানো হয়েছে। বাঁ দিকের ধমনিতে বাকি দুটি স্টেন্ট বসানো নিয়ে আজ মঙ্গলবার দেবী শেঠি সিদ্ধান্ত নেবেন। তবে আগেই চিকিৎসকেরা বলেছেন, তাঁর বাইপাস সার্জারির প্রয়োজন হবে না। তবে তিনটি ব্লকেজেই স্টেন্ট বসানো হবে। আগামীকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও পরবর্তী সময়ে আবার তাঁর হৃদ্‌যন্ত্রে আরও দুটি স্টেন্ট লাগাতে হবে।

এদিকে সৌরভের চিকিৎসার জন্য গড়া হয়েছে আট সদস্যের একটি মেডিকেল টিম। সেই টিমের চিকিৎসক সরোজ মণ্ডল বলেছেন, দেশ–বিদেশের হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করার পর তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন বাকি দুটি ব্লকেজেও স্টেন্ট লাগানো হবে।

এদিকে গত রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। কথা বলেছেন, সৌরভের স্ত্রী ডোনার সঙ্গে। ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। অমিত শাহ বলেছেন, প্রয়োজনে তাঁকে চিকিৎসার জন্য নেওয়া যেতে পারে দিল্লির এইমস বা অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে। গতকাল সৌরভকে দেখতে কলকাতায় গিয়েছেন বিসিসিআইর সচিব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁরা সৌরভকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি কিংবা মুম্বাইতে নিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছেন।

ভালো আছেন সৌরভ।

শনিবার সকালে নিজ বাড়িতে শরীরচর্চার সময় সৌরভ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি অজ্ঞানও হয়ে যান। এরপর তাঁকে নেওয়া হয় কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে। সেখানে তাঁকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তাঁকে পরীক্ষার পর চিকিৎসকেরা জানতে পারেন, তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লকেজ রয়েছে। এরপরেই শনিবার একটিতে স্টেন্ট লাগানো হয়।

সূত্র: প্রথম আলো

 

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here