অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তা বরখাস্ত

0
788

বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে তাদের বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন- মুদ্রা নোট পরীক্ষক কর্মকর্তা সাজেদ মোহাম্মদ খালেদ, শামীম মিয়া, শেফালী বেগম ও রাবেয়া বশরী। তারা চার জনই প্রথম শ্রেণির কর্মকর্তা।

ব্যাংকের রংপুর শাখার একজন কর্মকর্তা জানান, ব্যাংকের দৈনন্দিন লেনদেনের টাকাসহ পুরাতন ছেঁড়া-ফাটা নোট গণনা করে বান্ডিল করার জন্য বেশ কয়েকজন কর্মকর্তা নিয়োজিত আছেন। তাদের মুদ্রা নোট পরীক্ষক কর্মকর্তা বলা হয়। সম্প্রতি টাকা গণনার ওই বিভাগ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরে বিষয়টি তদন্তে হিসাবের গরমিল পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে বের করা হবে। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন

Please enter your comment!
Please enter your name here